মোদীর সভায় কয়েক ঘন্টা আগেই বোমাতঙ্ক : কি মিললো ব‍্যাগ থেকে ?

21st March 2021 10:22 am বাঁকুড়া
মোদীর সভায় কয়েক ঘন্টা আগেই বোমাতঙ্ক : কি মিললো ব‍্যাগ থেকে ?


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) :  প্রধানমন্ত্রীর জনসভার দিনেই জেলায় বোমাতঙ্ক। এদিন সকালে এক অপরিচিত ব্যক্তির ফেলে যাওয়া একটি ব্যাগ কে ঘিরে তৈরি হয় আতঙ্কের পরিস্থিতি তৈরি হয় সারেঙ্গার গোবিন্দপুর সোনারডাঙ্গা এলাকায়। স্থানীয় সূত্রের খবর, আজ ভোর সাড়ে পাঁচটা নাগাদ এক অপরিচিত যুবক সোনারডাঙ্গা গ্রামে আসে এবং সেখানে এক বাড়িতে গিয়ে খাবার জন্য জল চায়। সেই বাড়ির মহিলা অঞ্জু বাগাল তাকে জল দেন। জল খাওয়ার পর সেই অজানা ব্যক্তিটি নিজের পোশাক পরিবর্তন করে তার সাথে নিয়ে আসা ব্যগ বাড়ির পাশে একটি প্রাচীরের কোলে রেখে দিয়ে চলে যায়। তবে ওই মহিলা সেখানে ব্যাগ রাখতে বারণ করলেও সে শোনেনি বলে দাবী ওই মহিলার। এরপর তাঁর ছেলে অনুপ বাগাল খবর দেন স্থানীয় সারেঙ্গা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। ব্যাগটিকে ভালো ভাবে প্রাথমিক পরীক্ষার পর একটি লম্বা দড়ি দিয়ে সেটিকে টেনে নিয়ে যাওয়া হয় কিছুটা দূরে। এরপর ব্যাগ খুলে দেখা যায় তাতে রয়েছে কিছু জামা কাপড় এবং রাজমিস্ত্রীর কাজের জন্য প্রয়োজনীয়, হাতুলি, ওলন, কুর্নি সহ বিভিন্ন রসঞ্জাম। সেগুলিকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ এবং প্রায় সকাল নটা নাগাদ কাটে বোমাতঙ্ক। 





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।